ব্লগরব্লগরের কোলাকুলি

একটা একা চোখের ছেলে। সে শুধু হেঁটে বেড়ায় আর গোল্লা গোল্লা চোখে সবকিছু দেখে।

বাবা মায়ে নাম রেখেছিল অনিকেত। ছোটোবেলায় শিখেছিলুম ‘অনিকেত’ মানে ‘যার ঘর নেই’। বন্ধুরা রাগাত, মজা করত আর আমি অসহায় লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকতাম।

একদিন বাবার দিকে অভিমানভরে তাকালাম,’আমার নাম এরকম দিলে কেন?’ বাবার কাছে আমার সব প্রশ্নের উত্তরেরা থাকত।

বাবা আওড়ে দিল, “মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবেনা মোহগর্তে/তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে ।”

সেটাই সত্যি!